পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃপটুয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালকসহ দুইজনের নিহতের খবর পাওয়া গেছে।
 
১১ মার্চ বুধবার সন্ধ্যার দিকে পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে নিহতরা,পটুয়াখালী বাউফল  দাসপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ কাশেম সিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও পটুয়াখালী টাউন জৈনকাঠি এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আলাউদ্দিন তালুকদার ছেলে মো. কুট্রি তালুকদার (৪২)। 
 
 
আহত বাকিরা,মোঃখোকন (৩৫), মোঃ মিরাজ (২৯), লামিয়া আক্তার (২২), আল-আমীন (৩২), মোঃআরিফ (২০), আবদুর রাজ্জাক হাং (৫০), এস কান্দার বয়াতী (৫৫) পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
 
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃগোলাম কিবরিয়া জানান, আহত অবস্থায় মোট ৯ জনকে নিয়ে আসা হয়। এর মধ্যে দু’জনকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে।
 
 
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পটুয়াখালী সদর উপজেলায় গাবুয়া স্ট্যান্ড এলাকায় বরিশাল থেকে পটুয়াখালী আসার পথে (ঢাকা মেট্রো-গ ১৯-০৯২০) নাম্বারের প্রাইভেট কারটি অটোরিকশা কে পেছন থেকে ধাক্কা দেয়। দ্রুত স্থানীয় লোকজন ও পুলিশ পটুয়াখালী  সদর হাসপাতালে আহতদের পাঠানো হয়েছে কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল হাসপাতালে পাঠানোর পূর্বেই তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালককে আটকরা সম্ভব হয়নি।
মৃতদেহ পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।